চন্দনী ইউনিয়নের সর্বমোট সড়ক পথের পরিমাণ ২০ কিলোমিটার। সর্বমোট সড়ক পথের মধ্যে ১১ কিলোমিটার রাস্তা পাকা ও ০৯ কিলোমিটার রাস্তা কাঁচা।
চন্দনী ইউনিয়নের প্রাণকেন্দ্র চন্দনী বাজার হতে উত্তর দিকে সড়ক মাধ্যমে তালতলা বজার, বাবুপুর স্কুল,কাজীর হাট,ধাত্তয়াপাড়া সহ অন্যান্য স্থানে যাতায়াত করা যায়। এই সড়ক পথগুলোর মাধ্যমে বিভিন্নি যানবাহনযোগে সরাসরি যাতায়াতের ব্যবস্থা রয়েছে।
চন্দনী ইউনিয়ন হতে রাজবাড়ী সহ অন্যান্য জেলার সাথে সরাসরি মহাসড়ক পথে যোগাযোগ রয়েছে। এছাড়াও সরাসির ঢাকা ফরিদপুর যাতায়াতের মহাসড়কটি চলে গেছে। এপথে দুরপাল্লার যানবাহন সহ লোকাল যানবাহন নিয়মিত চলাচল করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস